প্রথমবার্তা, প্রতিবেদক: বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের সহযোগিতা করার দায়ে বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাংক ছাড়েন।
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এমন ঘটনা ঘটে।
আন্দোলনরত কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।
এ সময় কার্যালয় থেকে বের হয়ে যান তিন ডেপুটি গভর্নর নুরুন নাহার, খোরশেদ আলম, ড. হাবিবুর রহমান ও চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা। অপর ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান চাকরি থেকে রিজাইন করলেও বাংলাদেশ ব্যাংকে আটকে আছেন, আন্দোলনরত কর্মকর্তারা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।