1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
কতগুলো হলুদ কার্ড পেলে নিষিদ্ধ হবেন ফুটবলাররা?
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৬ রাত

কতগুলো হলুদ কার্ড পেলে নিষিদ্ধ হবেন ফুটবলাররা?

  • পোষ্ট হয়েছে : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
STUTTGART, GERMANY - JUNE 22: Josip Simunic of Croatia is shown a yellow card by English referee Graham Poll during the FIFA World Cup Germany 2006 Group F match between Croatia and Australia at the Gottlieb-Daimler Stadium on June 22, 2006 in Stuttgart, Germany. (Photo by Michael Steele/Getty Images)

প্রথমবার্তা, ডেস্ক: কাতার বিশ্বকাপ ইতোমধ্যেই প্রথম ১৬ ম্যাচে দেখে ফেলেছে ৫২টি হলুদ কার্ড। সবার মনেই প্রশ্ন জাগতে পারে, কতগুলো হলুদ কার্ড পেলে একজন খেলোয়াড় নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ পড়বেন। বিশ্বকাপের হলুদ কার্ডের নিয়ম অন্যান্য লিগের নিয়মের থেকে কিছুটা আলাডা।

ইংলিশ লিগে সাধারণত একজন খেলোয়াড় ৫ বার হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। বিশ্বকাপে এই নিয়ম নেই। বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাকে। এমনকি এক ম্যাচের দুইবার হলুদ কার্ড পেলেও সে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। তাছাড়া সরাসরি হলুদ কার্ড পেলেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। তবে লাল কার্ডের ধরণ দেখে নিষেধাজ্ঞা বাড়ানোর এখতিয়ার রয়েছে ফিফার।

উপরোক্ত নিয়ম বিশ্বকাপের নকআউট রাউন্ডেও চলমান থাকবে। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। কোন দল যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার আগে তাদের সব হলুদ কার্ড বাতিল হয়ে একদম ফ্রেশভাবে খেলতে নামার সুযোগ পাবে তারা। তবে অবশ্যই কোয়ার্টার ফাইনালে কোন খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া থেকে বিরত থাকতে হবে। সেমিফাইনালে কোন খেলোয়াড় যদি হলুদ কার্ড পানও সেক্ষেত্রে তার দল যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ফাইনাল মিস করার ঝুঁকিতে পড়তে হবে না তাকে।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর