1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
সাকিব কেন দলে জানালেন প্রধান নির্বাচক
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ দিন

সাকিব কেন দলে জানালেন প্রধান নির্বাচক

  • পোষ্ট হয়েছে : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায়ের পর বিলুপ্ত হয় সেই সংসদ। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় নতুন অর্ন্তর্বতীকালীন সরকার।

ফলে তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। দুটি প্রশ্ন সামনে আসে, সাকিব কি সুযোগ পাবেন জাতীয় দলে? নাকি নিজ থেকে অবসর নেবেন জাতীয় দল থেকে? তবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণা পরদিন সোমবার (১২ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাকে দলে রাখার ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এ ছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।’

তিনি দলের সঙ্গে অনুশীলন না করা সাকিবকে রাখার ব্যাখ্যা দেন, ‘এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।’

এ সময় প্রধান নির্বাচক আরও যোগ করেন, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’

সাকিব কি সরাসরি পাকিস্তানে দলে যোগ দেবেন, এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ চলার সময় তার প্ল্যান জানতে চেয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত। আমাদের আটটা টেস্ট ম্যাচ রয়েছে সেখানে তার থাকা নিয়ে কথা হয়েছিল। সে আমাদের আশ্বস্ত করেছিল। এরপর তার সাথে প্রোপার ইমেইল কথা হয়েছে থাকবে কি না একটা জানার বিষয় ছিল। একটা প্রসেস ছিল তো সেই আলোকে ১৪ অথবা ১৫ তারিখ সে দলের সাথে পাকিস্তানের যোগ দেবে যেটা লজিস্টিক দেখছে।’

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর