প্রথমবার্তা, প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ৪টি রাজনৈতিক দলের যুক্তভাবে মতবিনিময় ও বৈঠক হওয়ার আনুষ্ঠানিক সময় নির্ধারণ করা রয়েছে। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ৪ দলের নিন্মোক্ত নেতৃবৃন্দকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে :
আমন্ত্রিতরা হলেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সেক্রেটারি মো. রাশেদ খান, আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্যসচিব মো. ফারুক হাসান।