প্রথমবার্তা, প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ আগস্ট) সকালে পঙ্গু হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি তারেক রহমানের পক্ষ থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তিনি আন্দোলনে আহত ছাত্র-জনতার সার্বিক চিকিৎসা দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎসকদেরও ধন্যবাদ জানান।
তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে বলেও জানান রফিকুল ইসলাম।