প্রথমবার্তা, ডেস্ক: গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি, হাতে বাংলাদেশি পতাকা। অবিশ্বাস্য হলেও এভাবেই বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এমনই এক ছবি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
সম্প্রতি দাবি করা হয়েছে যে, প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনার চেয়েও তাদের বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এরপর আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয় কৃতজ্ঞতা। ছুটন্ত মেসির হাতে এডিট করে বসানো হয় বাংলাদেশি পতাকা। বলা হয় এই সেই টুইট।