1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : prothombarta :
পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:৩৮ রাত

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

  • পোষ্ট হয়েছে : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
221106083556-01-messi-argentina-09_prothombarta

প্রথমবার্তা, ডেস্ক: আর্জেন্টিনার জন্য আজ অগ্নিপরীক্ষা, প্রতিপক্ষ পোল্যান্ড। শিরোপাপ্রত্যাশী মেসির দল গ্রুপ পর্বেই এমন পরীক্ষায় পড়বে—বিশ্বকাপের আগে কেউ তা ভাবেনি। পোল্যান্ডের বিপক্ষে আজ হারলেই বিদায়, ড্র করলে নানা সমীকরণ মিলিয়ে দ্বিতীয় পর্বে যেতে হবে আর্জেন্টিনাকে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার শুরুর একাদশ—এ নিয়ে ভক্ত-সমর্থকদের জিজ্ঞাসার অন্ত নেই।

টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। গঞ্জালো মন্টিয়েলের বদলে একাদশে আসবেন নাহোয়েল মলিনা। এছাড়া গুইদো রদ্রিগেজে ও এনজো ফার্নান্দেজের একজন শুরুর একাদশে থাকার কথা।

 আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহোয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ/গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিজ ম্যাক এলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর