প্রথমবার্তা, প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন যে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি দেশ যে, প্রতিটি দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এটি আমরা ধরে রাখতে পেরেছি।’
আজ সোমবার সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের ভয়াবহতা আমরা দেখেছি। কারও সঙ্গে কোনো সমস্যা থাকলে আমরা তা আলোচনার মাধ্যমে সমাধান করি।’