1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
পুলিশের বিশেষ অভিযান: বুধবার রাজধানীতে ২৫৭ জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ রাত

পুলিশের বিশেষ অভিযান: বুধবার রাজধানীতে ২৫৭ জন গ্রেপ্তার

  • পোষ্ট হয়েছে : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গেল এক সপ্তাহে ১২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় (বুধবার বিকাল পর্যন্ত) গ্রেপ্তার হন ২৫৭ জন। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানিয়েছেন।

ইমরান হোসেন জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলমান রয়েছে। বুধবার পর্যন্ত ১২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলা রয়েছে।

১ ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনব্যাপী অভিযান শুরু করে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যা থেকে রাজধানীতে শুরু হয় ব্লক-রেইড। জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের দাবি। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘ফিরোজা’র সামনে রাস্তার দুইদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশের সব ইউনিটের প্রধান, জেলার পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা পাঠানো হয়।

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর