ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এবার আমানউল্লাহ আমান আটক

  • পোষ্ট হয়েছে : ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ৭ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এর আগে কার্যালয়ের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কার্যালয় থেকে অর্ধশত নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি বিএনপির।

সূত্র জানায়, আজ বুধবার বিকেল ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন। এদিন সন্ধ্যায় পুরো পল্টন এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

আজ বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

এবার আমানউল্লাহ আমান আটক

পোষ্ট হয়েছে : ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এর আগে কার্যালয়ের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কার্যালয় থেকে অর্ধশত নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি বিএনপির।

সূত্র জানায়, আজ বুধবার বিকেল ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন। এদিন সন্ধ্যায় পুরো পল্টন এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

আজ বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।