রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
- পোষ্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ৩৬ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, কক্সবাজার রামু থেকে: কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রামুর খাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাদের উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ।
নিহতরা কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা। তারা হলেন- আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।
রাত ৮টার দিকে রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আমরা উদ্ধার অভিযানে যাই। নিহতরা একই পরিবারের সদস্য।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, সন্ধ্যার সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা থেকে চারজনের মরদেহ উদ্ধার করি। মাটির নিচে আর কেউ আছে কি না তা জানার চেষ্টা চলছে।