ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘লাভ জিহাদের’ বিরুদ্ধে বিক্ষোভের ঢল

  • পোষ্ট হয়েছে : ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ৩৭ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: ভারতের মুম্বাই শহরের সড়কে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির ডানপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা  বিশাল মিছিল করেছেন।

 

স্থানীয় সময় রবিবারের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে।

 

ওই মিছিলে অংশ নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতা-কর্মীরা।  মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে হিন্দু জন আক্রোশ মোর্চা নামে মিছিলটি চার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। এরপর প্যারেল ময়দানে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা ও বিধায়ক অংশ নিয়েছেন।
সূত্র: এনডিটিভি

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

‘লাভ জিহাদের’ বিরুদ্ধে বিক্ষোভের ঢল

পোষ্ট হয়েছে : ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: ভারতের মুম্বাই শহরের সড়কে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির ডানপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা  বিশাল মিছিল করেছেন।

 

স্থানীয় সময় রবিবারের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে।

 

ওই মিছিলে অংশ নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতা-কর্মীরা।  মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে হিন্দু জন আক্রোশ মোর্চা নামে মিছিলটি চার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। এরপর প্যারেল ময়দানে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা ও বিধায়ক অংশ নিয়েছেন।
সূত্র: এনডিটিভি