রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৬৩ রাশিয়ান সেনা বন্দী অবস্থায় ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি তার রাত্রীকালীন বক্তব্যে বলেন, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ১ হাজার ৭৬২ জন নারী-পুরুষকে রাশিয়ার বন্দীদশা থেকে মুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাশিয়া দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর লাশও ফেরত দিয়েছে।