ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন দুই শতাধিক বন্দী বিনিময় করল

  • পোষ্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪২ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন আবারও বন্দী বিনিময়ে করেছে। গতকাল শনিবার যুদ্ধরত দুই দেশ প্রায় দুই শতাধিক সেনা বন্দী বিনিময় করেছে। শনিবার উভয় পক্ষ একে অপরের ১৭৯ জন সেনা বন্দী বিনিময় করে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৬৩ রাশিয়ান সেনা বন্দী অবস্থায় ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি তার রাত্রীকালীন বক্তব্যে বলেন, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ১ হাজার ৭৬২ জন নারী-পুরুষকে রাশিয়ার বন্দীদশা থেকে মুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাশিয়া দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর লাশও ফেরত দিয়েছে।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

রাশিয়া-ইউক্রেন দুই শতাধিক বন্দী বিনিময় করল

পোষ্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথমবার্তা, প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন আবারও বন্দী বিনিময়ে করেছে। গতকাল শনিবার যুদ্ধরত দুই দেশ প্রায় দুই শতাধিক সেনা বন্দী বিনিময় করেছে। শনিবার উভয় পক্ষ একে অপরের ১৭৯ জন সেনা বন্দী বিনিময় করে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৬৩ রাশিয়ান সেনা বন্দী অবস্থায় ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি তার রাত্রীকালীন বক্তব্যে বলেন, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ১ হাজার ৭৬২ জন নারী-পুরুষকে রাশিয়ার বন্দীদশা থেকে মুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাশিয়া দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর লাশও ফেরত দিয়েছে।