ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণের সব থানায় চিরুনি অভিযান এডিস মশা নিধনে

  • পোষ্ট হয়েছে : ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / ১৬ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) পৃথক সাতটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালানা করে।

 

এছাড়া আজ ভ্রাম্যমাণ আদালত ৩০৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১৮টি স্থাপনা ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদিকে নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

 

বিকেলে সচিবালয়ে এক সভায় এ কথা জানান তিনি। মেয়র বলেন, গত ১১ দিনে এক কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। যেসব বাসাবাড়িতে নির্মাণকাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে, আমরা নির্মাণকাজ বন্ধ করে দেবো।

 

ডেঙ্গুরোধে বিভিন্ন বাসায় অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সিটি করপোরেশনের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে।

 

এরমধ্যে ২৮ শতাংশ ‘ভেরি পজিটিভ ফিডব্যাক’ পেয়েছি। আর বাকিদের ফোন করলে ওনারা বলছেন, ‘আমাদের বাসায় এসে আপনারা পরিষ্কার করে দিয়ে যান।’

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

ঢাকা দক্ষিণের সব থানায় চিরুনি অভিযান এডিস মশা নিধনে

পোষ্ট হয়েছে : ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) পৃথক সাতটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালানা করে।

 

এছাড়া আজ ভ্রাম্যমাণ আদালত ৩০৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১৮টি স্থাপনা ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদিকে নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

 

বিকেলে সচিবালয়ে এক সভায় এ কথা জানান তিনি। মেয়র বলেন, গত ১১ দিনে এক কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। যেসব বাসাবাড়িতে নির্মাণকাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে, আমরা নির্মাণকাজ বন্ধ করে দেবো।

 

ডেঙ্গুরোধে বিভিন্ন বাসায় অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সিটি করপোরেশনের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে।

 

এরমধ্যে ২৮ শতাংশ ‘ভেরি পজিটিভ ফিডব্যাক’ পেয়েছি। আর বাকিদের ফোন করলে ওনারা বলছেন, ‘আমাদের বাসায় এসে আপনারা পরিষ্কার করে দিয়ে যান।’