বাবার জন্মবার্ষিকীতে ৩ দফা দাবি সোহেল তাজের
- পোষ্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৫১ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ তিন দফা দাবি উত্থাপন করেছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী ও চার জাতীয় নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থা (বিটিএসএস)’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি তুলে ধরেন।
বাবা তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকীতে সোহেল তাজের উত্থাপিত দাবিগুলো হলো– ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করতে হবে। জাতীয় চার নেতা হত্যা দিবস ৩ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন সব মুক্তিযোদ্ধার আত্মজীবনী লিপিবদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে সোহেল তাজ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধে এত আত্মত্যাগ; এত রক্তদান। তবে এটি তখনই সম্ভব হবে যখন দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার থাকবে।
মুক্তিযুদ্ধে বঙ্গতাজের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যত জানব, তত মানুষের অধিকার আদায়ে শক্ত ভূমিকা রাখতে পারব।
অনুষ্ঠানে সোহেল তাজ বঙ্গতাজ স্বাস্থ্যসেবা সংস্থা (বিটিএসএস) উদ্বোধন করেন। সংস্থার চেয়ারম্যান এরশাদুর রহমানের সভাপতিত্বে ও শফিউল আজম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএসএস’র ব্যবস্থাপনা বোর্ডের সদস্য রাজীব কুমার বিশ্বাস, রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. খালেদ মো. ইকবাল প্রমুখ।