জনগণকে ছোট করে দেখা সরকারের অভ্যাসে পরিণত হয়েছে………তানিয়া রব
- পোষ্ট হয়েছে : ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ২৯ বার দেখা হয়েছে
প্রথমবার্তা প্রতিনিধি: জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের, সেই জনগণকে সরকারের ছোট করে দেখা, অবমূল্যায়ন করা এবং জনগণকে হুমকি দেয়ার মানসিকতা কোনক্রমে গ্রহণযোগ্য নয়। কথায় কথায় দেশের জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা সরকারের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারের কাছে জনগণ অপাংতেয় হয়ে পড়েছে। রিজার্ভের টাকা কোথায় খরচ হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ নেই কেন তা জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের জিজ্ঞাসায় সরকারের উত্তর হতে হবে অবশ্যই সম্মানজনক। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করে জনগণকে অসম্মান করার প্রকৃত জবাব দেওয়া হবে।
আজ দুপুরে শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত-ফেনী জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব এসব কথা বলেন।
ফেনি জেলা জেএসডি’র সভাপতি, কফিল উদ্দিন আহমেদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে- বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশে ক্ষমতার ঔদ্ধত্যপূর্ণ অহমিকা যেভাবে প্রকাশ হয়ে পড়ছে তা আধুনিক বিশ্বে বিরল।
এই ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। উপনিবেশিক অমানবিক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে জনগণের ‘অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা’ প্রবর্তনের মধ্যদিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জেএসডি সাধারণ সম্পাদক হীরা লাল চক্রবর্তী, অ্যাডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চু, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামাল উদ্দিন ভূঁইয়া ,এ কে এম জুয়েল, এম এইচ জাহাঙ্গীর, মোহাম্মদ আলী জিন্নাহ, তাহের উদ্দিন মহিম সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।