ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অভিযানে র‌্যাব ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে

  • পোষ্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ৪৫ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে এবার অভিযানে নেমেছে র‌্যাব।

 

সোমবার ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

 

কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া র‌্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।

 

তিনি আরও জানান, অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

 

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

 

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

 

এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবারও বাজার নিয়ন্ত্রণে না আসায় অভিযান শুরু করল এই এলিট ফোর্স।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

অভিযানে র‌্যাব ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে

পোষ্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

প্রথমবার্তা, প্রতিবেদক: ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে এবার অভিযানে নেমেছে র‌্যাব।

 

সোমবার ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

 

কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া র‌্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।

 

তিনি আরও জানান, অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

 

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

 

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

 

এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবারও বাজার নিয়ন্ত্রণে না আসায় অভিযান শুরু করল এই এলিট ফোর্স।