প্রথমবার্তা, প্রতিবেদক: ৮০ টাকার কমে মিলছে না কোনো সবজি, এতে চরম বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন পরিস্থিতিই দেখা গেছে।
বাজারে প্রতিকেজি বেগুনের দাম ৮০ থেকে ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকায়, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শসা ৮০ টাকা, লাউ প্রতিটি ৭০ থেকে ৯০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১০০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ডিম-চাল-ডাল-মুরগির দাম।