আগুন বেনাপোল এক্সপ্রেসে
- পোষ্ট হয়েছে : ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৫৩ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি বলেন, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুর্হূতে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস যুগান্তরকে জানান, ট্রেনটি বেনাপোল থেকে যথাসময়ে ছেড়ে আসার পর শুক্রবার রাত ৯টার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটারের গোপীবাগ রেললাইনে ট্রেনটির পেছনের তিনটি বগির আগের দুটি (চ ও ছ) বগিতে আগুন লাগে। এরপর সামনের পাওয়ারকার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ারকারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার বগিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনের ঘটনায় কতজন মারা গেছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঢাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার শহিদুল ইসলাম যুগান্তরকে জানান, চ এবং ছ বগি দুটি একেবারেই পুড়ে গেছে। এছাড়া আরও দুটি বগিতেও কমবেশি পুড়েছে।
পাওয়ারকারেও আগুন লাগে। ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে ৪ জনের লাশ পাওয়া গেছে। কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্বৃত্তদের কাজ।