ভালো হবে না নাশকতার ফল: আইজিপি
- পোষ্ট হয়েছে : ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৫১ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ নাশকতা করতে চাইলে তার ফল ভালো হবে না বলে সাবধান করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিংয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, দেশবাসীকে আশ্বাস দিতে চাই, বিরোধীদের পরিকল্পনা পেয়ে গেছি। কোনো সমস্যা হবে না।
‘নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে,’ বলেন তিনি।
মামুন বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, হরতালের কোনো প্রভাব পড়বে না। উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ।
এ সময় নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে জনগণকে আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আজ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। সাইবার ওয়ার্ল্ডে নজরদারি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সকল কেন্দ্রের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।