ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

  • পোষ্ট হয়েছে : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / ৫১ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, প্রতিবেদক: কোটাব্যবস্থার সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।প্রয়োজন হলে সংসদে আইন পাসও করা হতে পারে। আলোচনার মাধ্যমে বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ফরহাদ হোসেন।

এর আগে, কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আহ্বান জানান।

আগামী ৭ আগস্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অ্যাটর্নি জেনারেলকে বলেছি আগামী রোববার (২১ জুলাই) আদালতে যাতে শুনানি করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য। এসময় তিনি সহিংসতা বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান।

ট্যাগ :

শেয়ার দিয়ে সাথেই থাকুন

কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

পোষ্ট হয়েছে : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

প্রথমবার্তা, প্রতিবেদক: কোটাব্যবস্থার সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।প্রয়োজন হলে সংসদে আইন পাসও করা হতে পারে। আলোচনার মাধ্যমে বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ফরহাদ হোসেন।

এর আগে, কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আহ্বান জানান।

আগামী ৭ আগস্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অ্যাটর্নি জেনারেলকে বলেছি আগামী রোববার (২১ জুলাই) আদালতে যাতে শুনানি করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য। এসময় তিনি সহিংসতা বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান।