মুক্তিযোদ্ধারা অশুভ শক্তির কাছে মাথা নত করতে পারে না: মুক্তিযোদ্ধা মন্ত্রী
- পোষ্ট হয়েছে : ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ৫০ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, প্রতিবেদক: মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোটি কোটি মানুষ আছেন, তারা কখনোই অশুভ শক্তির কাছে মাথা নত করতে পারে না, আপোষ করতে পারে না।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা শ্রমিক-কর্মচারী-পেশাজীবি সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা অতীতে সকল আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং বিএনপি মহাসচিবও বলেছেন আমরা যা পারি নাই এখন তাই করা হচ্ছে। অর্থাৎ তারা আমাদের কোমলমতি সন্তানদের সামনে নিয়ে একটি অশুভ চক্রান্ত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য।
মুক্তিযোদ্ধাদের বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয় নাই, চেতনা জমা দেয় নাই। মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোটি কোটি মানুষ আছেন তারা কখনোই অশুভ শক্তির কাছে মাথা নত করতে পারে না, আপোষ করতে পারে না। ৭১ সালে এই অপশক্তিকে পরাজিত করা হয়েছে। ৫৩ বছর আগে যেভাবে পরাজিত করছি কার হে আরেকবার লড়বো।
কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমাদের কোন কথা নাই উল্লেখ করে তিনি বলেন, আমরা এর বিরুদ্ধাচরণ করি না। আমাদের একটাই দাবি যেনো আন্দোলনের নামে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না করা হয়। সুন্দরভাবে আন্দোলন চলছিলো বাধা দিচ্ছিলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ রাতের অন্ধকারে জামায়াত শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা সেখানে ঢুকে যে তান্ডব চালিয়েছিলো তারপরেই আন্দোলন যারা শুরু করেছিলো তাদের হাতে থাকে নাই।
আন্দোলন ইতোমধ্যে ছিনতাই হয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, চলে গেছে বলেই গত তিন দিন ধরে সংঘাত, নৈরাজ্য। যা আমরা দেখছি।
প্রধানমন্ত্রীর গতকালের দেয়া জাতির উদ্দ্যেশের ভাষণের কথা উল্লেখ করে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, শুধু বাঙালি জাতি নয় সারা বিশ্ব এর প্রশংসা করেছে। তারপরও কারা আজ এই সন্ত্রাস করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে।