২০০ যুদ্ধজাহাজ নিয়ে সাগরে রাশিয়া!
- পোষ্ট হয়েছে : ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ৫৮ বার দেখা হয়েছে
প্রথমবার্তা, আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান নৌবাহিনী দিবসের প্যারেডে ২০০টি যুদ্ধজাহাজ এবং নৌযান অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই নৌপ্যারেডে প্রদর্শন করা হবে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামও। আজ ২৮ জুলাই রাশিয়ার নৌবাহিনী দিবসে এ প্যারেড হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব হবে।
নৌপ্যারেডে ক্যাস্পিয়ান ফ্লোটিলার নিজ ঘাঁটিতে এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করা হবে। এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট, ক্যাস্পিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্যসাগরে রাশিয়ান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ান নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলোতে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মধ্যে শেষ হবে।
মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসেবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণর ২০০টি জাহাজ এবং নৌযান অংশ নেবে। ১০০টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং ১৫,০০০ সেনা সদস্যও এতে নিযুক্ত রয়েছে।