
পুলিশ দেখেই দৌড়…
পোষ্ট হয়েছে : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপি ঘোষিত সমাবেশ কেন্দ্র করে আজ তৃতীয় দিনের মতো ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এমনই একটি চেকপোস্ট বসানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। ওই চেকপোস্টে পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক।
শুক্রবার ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০ মিনিটের দিকে একটি বাস থামানো হয়।
বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলা হয়। এ সময় নিচে নেমেই দৌড় দেন গাউস নামে এক যুবক। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম বলেন, গাউস নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।