বিএনপি যে কোনো মূল্যে সমাবেশ করবে ১০ ডিসেম্বর
পোষ্ট হয়েছে : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২প্রথমবার্তা, প্রতিবেদক: বাধা-বিপত্তি, গ্রেফতার ও হামলা-মামলা মোকাবিলা করে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি— এমনটি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারা যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডিবি পুলিশ নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে আজ।
কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে সমাবেশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জানি সরকার আমাদের বাধা দেবে, তার পরও আমরা মাঠে নামব।
১০ ডিসেম্বর আমরা যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করব।’ আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন নির্ধারিত রয়েছে। তবে দলটি এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি।