প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, এখনও সময় আছে, সোজা পথে আসেন।

 

আঙুল বাঁকা করতে হলে আপনাদের পাকিস্তানে চলে যেতে হবে, বা কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারে পাঠাতে হবে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

 

আবদুর রহমান বলেন, গণতান্ত্রিক অধিকারের জন্য এ দেশে হাজার হাজার মায়ের সন্তান জীবন দিয়েছে। প্রয়োজন হলে নতুন নতুন দেলোয়ার-সেলিমরা রক্ত দেবে। অন্য রাজনৈতিক শক্তির যায়গা এ দেশে হতে দেবো না।

 

সময় এখনও আছে, সোজা পথে আসেন। আঙুল বাঁকা করতে হলে আপনাদের পাকিস্তানে চলে যেতে হবে, বা কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারে পাঠাতে হবে।

 

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, একটা রাজনৈতিক অশুভ শক্তি ভিন্ন ভিন্ন কথা বলে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়।

 

একবার বলে শেখ হাসিনার পতন ছাড়া দাবি নাই, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চায়। ওদের মধ্যে একটা রাজনৈতিক সংকট আছে। তাদের খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবেন না, এজন্য তারা দলকে নির্বাচনমুখী করবে না।

 

ওরা চায়, অন্ধকার গলিপথ দিয়ে একটা অশুভ শক্তি ক্ষমতায় আসুক, তাদের দণ্ড মওকুফ হোক। তারপর তারা নির্বাচনে যাবে।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।আরও বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বক্তব্য দেন।