প্রথমবার্তা, প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের দুই পাশে আরো কিছুসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশও বাসার কাছাকাছি জায়গায় অবস্থান করছে।

 

আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে দলটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে।

 

শুধু নয়াপল্টন এলাকায়ই তিন-চারশ’ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে যান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।

 

এদিকে, নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ সকাল ১০টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

 

সমাবেশ শুরুর আগে ভোর থেকেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা, যাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির পর শুক্রবার বিকেল থেকেই গোলাপবাগে জমায়েত শুরু হয়। আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে।