প্রথমবার্তা, প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সরেজমিনে রূপগঞ্জের পূর্বাচলের বাণিজ্যমেলা সংলগ্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রো রেলের ডিপো উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধামন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রকল্প এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে মহাসড়কসহ জেলা-উপজেলার প্রধান সড়ক। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন মহাব্যস্ত সময় পার করছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন এখানকার সর্বস্তরের মানুষ। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, প্রধানমন্ত্রীর আগমনের দিন সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।