
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৪ জন আটক
পোষ্ট হয়েছে : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২প্রথমবার্তা, প্রতিবেদক: মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১০২২৭ পিস ইয়াবা, ১২ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ ও ২১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৩৪ জনকে মাদকসহ আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।