প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশস্থল ছাড়িয়ে আশেপাশের এলাকাও নেতাকর্মীদের পদচারণায় মুখর। দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হওয়ার কথা।

দুপুর একটা দিকে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন। সংগঠনটির মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে এখন জনস্রোত। এ সমাবেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেবেন। বহুল আলোচিত এ সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকাও শোভা পাচ্ছে।