প্রথমবার্তা, প্রতিবেদক: ঢাকায় পুলিশের মুখে স্প্রে করে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ধরতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হয়েছে।একই সঙ্গে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্ত পথে নজরদারি বাড়িয়েছে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ জানান, দুই জঙ্গির ছবি সীমান্তের সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে টহল।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, জঙ্গিরা কোনো পাসপোর্টধারীর ছদ্মবেশে যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।