
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯
পোষ্ট হয়েছে : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২প্রথমবার্তা, প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর (শুক্রবার) সকাল ছয়টা থেকে আজ (২৬ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪২৬.১৬ গ্রাম হেরোইন, ৭৩ বোতল ফেন্সিডিল, ২৭০৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম আইস ও ২০ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।