1. [email protected] : bijoy : bijoy Book
  2. [email protected] : News Room : News Room
  3. [email protected] : news uploader : news uploader
  4. [email protected] : prothombarta :
কুমিল্লায় মুফতি তাহেরীর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:০৮ রাত

কুমিল্লায় মুফতি তাহেরীর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  • পোষ্ট হয়েছে : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওয়াজ মাহফিল চলাকালে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার বর্ণনা দিতে তাহেরী ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কখনোই এ বিষয়ে আমি লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে।

তাহেরী আরও বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে যাই। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

শেয়ার দিয়ে সাথেই থাকুন

print sharing button
এ বিভাগের অন্যান্য খবর